সীতাকুণ্ডের উন্নয়নে সারাজীবন কাজ করে যাব – দিদারুল আলম এমপি
সীতাকুণ্ডের উন্নয়নে সারাজীবন কাজ করে যাব – দিদারুল আলম এমপি

নিউজ ডেস্ক । ।
সীতাকুণ্ডের উন্নয়নে আমৃত্যু কাজ করে
যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আবারো
সীতাকুণ্ড বাসীকে নৌকায় ভোট দেয়ার আহবান
জানিয়েছেন দিদারুল আলম এমপি ।
আজ সকাল থেকে দিন ব্যাপী কয়েক হাজার
নেতা কর্মী সমর্থক নিয়ে সীতাকুন্ডের ১ নং
সৈয়দপুর ইউনিয়ন এর মিরেরহাট বাজার, শেখরেহাট
বাজার, দোয়াজিপাড়া মধ্যরে ধার,ি হাজারি হাট, মহানগর
বাজার, আইয়ুব আলী মার্কটে, ভুঁইয়ার হাট, সহ
বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের সর্মথনে
গনসংযোগ কালে এ আহবান জানান দিদারুল আলম
এমপি ।
গনসংযোগকালে আরও উপস্থিতি ছিলেন চট্টগ্রাম
উত্তরজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক
মহিউদ্দিন বাবলু, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল
ইসলাম নিজামী, সীতাকুণ্ড উপজেলা
আওয়ামীলীগরে সহ সভাপতি হাসেম ভুঁইয়া,
সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগরে সভাপতি
সিরাজদৌলা বিএসসি, সাধারন সম্পাদক নিজাম উদ্দীন,
সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
মহিউদ্দীন মনজু, উপজেলা আওয়ামীলীগ
নেতা বোরহান উদ্দীন, মীর জুয়েল, আকবর
হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন
ভুইয়া, আবু বক্কর মাস্টার, জাহাঙ্গীর, যুবলীগ
নেতা প্রতাফ নাথ, ছাত্রলীগ নেতা মেজবাহ
উদ্দিন রানা, আকতার উজজামান বুলবুল প্রমুখ ।