সীতাকুণ্ডের আওয়ামী রাজণীতির দুঃসময়ের কান্ডারী বাঁকের ভুঁইয়ার ঈদ শুভেচ্ছা
সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া

মো, নুরুল কবির দুলাল।   

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা সীতাকুণ্ড। চট্টগ্রাম পোর্ট ও বেশীরভাগ শিল্প প্রতিষ্টান ছাড়াও রয়েছে শীপ ইয়ার্ড৷ যার ফলে দেশে পরিচিত এক থানা সীতাকুণ্ড। তবে নাশকতাকারীদের এক অভয়ারণ্য হিসাবে  নাম হয়েছিল সীতাকুণ্ডের সেই দূর্ণাম ঘুছাতে নিরলস সংগ্রাম করে নরকুন্ডকে শান্তির নগরীতে রুপান্তর করতে কঠিন পরিশ্রম করেছেন আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া,,

সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  অভিভাবক হিসাবে  রয়েছেন৷ 

সীতাকুণ্ডের সকল রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ।