সীতাকুণ্ডে প্রতারণা ও অর্থ আত্মসাৎের অভিযোগে এক মহিলার নামে ছাত্রলীগ নেতার সাধারণ ডায়েরি
-

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে প্রতারণা করে অর্থ আত্মসাৎের অভিযোগে জোসনা বেগম নামে এক মহিলার নামে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে একজন ছাত্রলীগ নেতা। ডায়েরিতে সাক্ষর করা ঐ নেতার নাম আব্দুল মোমেন সুমন(২৮)।
গত ১৬ আগষ্ট রবিবার আব্দুল মোমেন সুমন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এই ডায়েরি দায়ের করেন। যার ডায়েরি নং ৭৩৮।
ডায়েরিতে উল্লেখ করা হয় আমি বাদী মোঃআব্দুল মোমেন সুমন(২৮), পিতাঃআব্দুল মান্নান,মাতাঃশাহানা আক্তার,সাংঃপূর্ব মুরাদপুর,দোয়াজীপাড়া, ৭ নং ওয়ার্ড,থানাঃসীতাকুণ্ড,জেলাঃচট্টগ্রাম থানায় হাজির হইয়া বিবাদী জোসনা বেগম (৪৫),পিতাঃজেবল হোসেন,সাং পূর্ব মুরাদপুর,ওয়ার্ড নং ৭,থানাঃসীতাকুণ্ড,জেলাঃচট্টগ্রাম এর বিরুদ্ধে থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরির আবেদন করিতেছি যে,আমাদের প্রতিবেশী বিবি কুলসুমা বিবাদী জোসনা বেগমের মধ্যস্তততায় রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম মহোদয় বরাবর গত ১৪/০৭/২০২০ পারিবারিক বিরোধের জের ধরিয়া একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর বিবাদী জোসনা বেগম কুলসুমা বেগমকে ডিআইজি স্যারকে বলে সমস্যা সমাধান করে দিবে বলে ৩০০০/ টাকা নেয়। পরবর্তীতে বিবি কুলসুমের নিকট থেকে ২০০০ টাকা পরে আরো ১০০০ টাকা আদায় করে এবং আরো টাকা দাবি করে। কুলসুমা বেগম বিষয়টি আমাকে অবহিত করলে আমি জোসনা বেগমের নিকট জানতে চাইলে সে আমাকে বলে ডিআইজি অফিস থেকে ১৫০০০ টাকা চেয়েছে না হলে অভিযোগ বাতিল করে দিবে। তখন আমি বললাম অভিযোগ করতে কোন টাকা লাগে না আপনি কেনো টাকা নিবেন। তখন জোসনা বেগম বলেন,আমাকে টাকা না দিলে অফিসাররা অভিযোগটি তদন্তের জন্য প্রেরণ করবে না।জোসনা বেগম বলেন আমি ডিআইজি অফিসে গিয়ে তদন্ত বন্ধ করে দিবো।বর্ণিত জোসনা বেগম এলাকার নিরীহ মানুষকে মিথ্যা আশ্বাস,মাদক দিয়ে ফাঁসানোসহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে আসছে।জোসবা বেগমের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্র ডায়েরির আবেদন করিতিছি।
এ বিষয়ে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন বলেন, জোসনা বেগম মানুষকে বিভিন্ন কাজের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।প্রতারণা ও টাকা আত্মসাৎ করছে।অনেক জনকে মাদক মামলায় ফাঁসিয়ে দিবে বলে ধমক দিয়ে টাকা আদায় করছে।তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা এলাকাবাসী ইউএনও, থানা বরাবর তার বিরুদ্ধে অভিযোগ করেছি।আমরা চাই তার এসব অনৈতিক ও প্রতারণা মূলক কাজের জন্য তাকে আইনের মুখোমুখি করা হোক।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)বলেন,আমি শুনেছি জোসনা বেগম নামে একজনের নামে অভিযোগ দায়ের হয়েছে।সে দালালি করে এবং এলাকাবাসী ইউএনও এর নিকট একটা অভিযোগ করেছে এমনটাই একটা মাধ্যমে শুনেছি।