মো.শাহা আলম,পটিয়া।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরীর সমর্থনে ডি এম জমির উদ্দিন এর উদ্যোগে সোমবার সারাদিন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় প্রচারণা করেন এবং গনসংযোগ করে ভোঠ প্রার্থনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সংগঠক রাজনীতিবীদ দিহান চৌধুরী'র নেতৃত্বে নেতৃবৃন্দরা।
এই সময় নেতাকর্মীরা বলেন,পটিয়া উপজেলা কে স্মার্ট ও মাদক মুক্ত পটিয়া গড়ার লক্ষ্যে আগামী ৭ই জানুয়ারি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাই। পটিয়ার উন্নয়ন সুশাসন ফিরে আসবে এবং দলীয়করণ আত্মীয়করণ টেন্ডারবাজী বন্ধ হবে পাশাপাশি পটিয়াকে মাদক ও ইয়াবা মুক্ত করা হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নৌকাকে বিজয়ী করতে হবে।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর , মোহাম্মদ রফিক, মনসুর আহমেদ, এ রহমান, শ্রমিক নেতা মোহাম্মদ করিম, ছাত্রলীগ কর্মী, সাকিব, আলবি, নাঈম, আমির খসরু, নোমান, রাকিব, রাশেদ,শেফাইদ হোসেন, সাকিব,পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য মেজবা হাকিম চৌধুরী বাবু, মো.ফাহিম, মিনার, তামিম, আবিদ,রিয়াদ, নিহাল,শুভ, আবদুল আল নোমান,মো.মানিক, ইউসুফ, মো.বাবু,মো.বোরহান,মো.হাসান, মো.কায়ছার, সোহান,সাদিফ, রাফছান, আরমান,মিনহাজ সহ প্রমুখ।