পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ চট্টগ্রাম আগমনে চট্টগ্রাম ইডেন ক্লাবের লালগালিচা পক্ষ থেকে সংবর্ধনা
-

লায়ন এস ডি জীবন 
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-৭( রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক )সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ, ড. হাসান মাহমুদ এমপি,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর আজ ১৬ জানুয়ারী, মঙ্গলবার প্রথম চট্টগ্রাম আগমনে নগরীর বাকলিয়া থানাধীন মৌসুমি আবাসিক এলাকায়, বীর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়া সংগঠন চট্টগ্রাম ইডেন ক্লাব কর্তৃক লাল গালিচায় ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ শাহজাহান হায়দার,ভাইস চেয়ারম্যান এস এম আহসানুল কবির চৌধুরী টিঠু, সদস্য নজরুল ইসলাম মিঠু, মোঃ সরোয়ার আলম,টিপু সুলতান, মোঃ সিরাজুল ইসলাম, ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মাসুদ পারভেজ খোকা,সহ- সভাপতি রিয়াজ চৌধুরী রাসেল। এসময় পররাষ্ট্র মন্ত্রী, উপস্থিত ক্লাবের নেতৃবৃন্দ ও মৌসুমী আবাসিক এলাকাবাসীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সংবর্ধনা গ্রহণ শেষে  সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন। বাংলাদেশের সম্মানিত জনগন আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে।   আমাদের সবাইকে জনগণের কল্যানে সমস্ত বাধা অতিক্রম ও চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হবে। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গঠন করতে  আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহরিয়ার পলেন,তৌসিফ উদ্দিন, ফয়সাল আনোয়ার হিরু,আক্তার হাসান কমু,হাবিব কাইফি,জুবায়ের, জুনায়েদ ও আসিফ প্রমূখ।