বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল অনুশীলন ও ক্যাম্প উদ্ভোধন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল অনুশীলন ও ক্যাম্প উদ্ভোধন

হারুন অর রশীদ। ।

সিজেকেএস সিডিএফএ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২১ এ অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল অনুশীলন ও ক্যাম্প উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ। সাধনচন্দ্র বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য আবুল হাসেম, উদ্বোধক সিজেকেএস যুগ্ম-সম্পাদক মশিউর রহমান চৌধুরী।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজানান, নির্বাহী সদস্য মো. নাছির মিয়া, রুপালি ব্যাংক লি. ব্রাঞ্জ ম্যানেজার আবু সাঈদ মাহমুদ রনি, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. রাশেদ, সিজেকেএস কাউন্সলর এনামুল হক, কল্লোল দাশ, এতে আরো উপস্থিত ছিলেন মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু, মো. কামরুল হুদা পাভেল, ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, এ্যাডভোকেট মইনুল আলম সৌরভ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ দেবাশীষ বডুয়া দেবু ও ম্যানেজার হারুন অর রশীদ। অনুষ্ঠান শুরুর পূর্বে সিজেকেএস কাউন্সিলর ও সংগঠনের সভাপতি কমান্ডার মো. শাহাবুদ্দীন এর মৃতু্যুতে গভীর শোক ও নিরবতা পালন করা হয়।