অনলাইন ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগরে মোহাম্মদ মাসুদ (৪৪) নামের এক ব্যক্তিকে ১০টি গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগমের ছেলে।
রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজার গাছগুলো জব্দ করে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর পুলিশ ইউপি মেম্বার মনিকা বেগমের বাড়ির ছাদে অভিযান চালিয়ে ১০টি গাঁজার গাছ জব্দ করে। এ সময় বাড়ির ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মনিরার ছেলে মোহাম্মদ মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।