অনলাইন ডেস্কঃ
কমান্ডো” এর ঐশী হওয়ার কথাবার্তা চূড়ান্ত করতে গিয়ে প্রথম দেখা...
“জয়-বাংলা” এর দোলা হয়ে প্রথম তার আশীর্বাদ পাওয়া এবং “কুস্তিগির” এর ঝিনুক এর জন্য আমার উপর ভরসা রাখা...
আমার চলচ্চিত্রের যাত্রাপথে শুরু থেকে ভাইয়াকে পাইনি, কিন্তু চলচ্চিত্রের প্রতি যখন আমি সিরিয়াস হয়েছি তখন থেকেই ভাইয়াকে পেয়েছি। আজ “কুস্তিগির” এর ডাবিং শেষ। আনুষ্ঠানিকভাবে একটি স্বপ্নযাত্রায় উত্তীর্ণ হলাম মনে হচ্ছে।
আমি জানি না ঝিনুককে তার মনের মতন করে পর্দায় উপস্থাপন করতে পেরেছি কিনা, আমি জানি না “কুস্তিগির” নিয়ে যে স্বপ্ন আমাদের তাতে আমি কতোটুকু পার পাবো, তবে জানি একটি পুরো ইউনিট পেয়েছি, একটি পরিবার আমি পেয়েছি।
আমাদের পরিচালক শাহীন ভাইকে পেয়েছি, সর্বোপরি একজন সাদা মনের মানুষ পেয়েছি। (সাথে সাদা মনের ভাবি ফ্রি...)
কিছু সম্পর্ক স্বর্গীয় হয়, কোনো কলঙ্ক কিংবা কালিমা লেপন হয় না। শাহীন-বাপ্পী-মিতু যেন তেমনই সম্পর্ক। যখন দুনিয়া তাদের কাজে ব্যস্ত, তখন আমরা প্রতি মুহূর্তে ব্যস্ত আমাদের নিয়ে।
এই ভালোবাসার শুভ্র পথ চলতে থাকুক। এরকম অসংখ্য স্ট্যাটাস যেনো লিখতে পারি একের পর এক। আপনি আমার চলার পথের অনুপ্রেরণা শাহিন সুমন ভাই।
ছবিটি “জয় বাংলা” সেটে তোলা।
শাহীন ভাই একই রয়ে গেল, এই দোলাই পরে ঝিনুক হলো।
(ফেসবুক থেকে সংগৃহীত)