অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। নগরে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা-সংগঠনের উদ্যোগে পালিত হয় বর্ণিল কর্মসূচি। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন
চট্টগ্রাম বিভাগীয় কমিশানর কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে উদযাপিত হয় নানা কর্মসূচি।
আজ সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর সকাল ৯টায় শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও পুলিশ সুপার এস এম রশিদুল হক। পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।
জেলা প্রশাসনের ‘মুক্তির উৎসব’
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজন করা হয়েছে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা।
তাছাড়া বিকাল ৪টায় সার্কিট হাউজ থেকে এম এ আজিজ স্টেডিযাম পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় থাকবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা এবং ‘বঙ্গবন্ধু, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র কাউন্সিলর গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ প্রমুখ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।
বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, রোটারিয়ান মো. ইলিয়াস প্রমুখ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, যে মানের বীজ রোপন করা হবে সেই মানের ফলন হবে। বঙ্গবন্ধু গুণগত মানসম্পন্ন বীজ বপন করেছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও জাতিসত্তার ফলন প্রাপ্তি সম্ভব হয়েছিল। আমরা আজ অনেকেই বঙ্গবন্ধুর জন্য মায়াকান্না করি। কিন্তু তাকে অন্তরে ধারণ করি না। একইভাবে আমরা বক্তৃতায় খুব সুন্দর কথা বলি এবং অনেক ভালো পরামর্শ ও উপদেশ দিই। কিন্তু কাজের ক্ষেত্রে নিজে তা করি না। এই মানসিকতা অব্যশ্যই পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, আমরা একে অপরকে ঘায়েল করি এবং অহেতুক চরিত্র হরণ করি। অথচ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ততটা সরব নই। এর ফলে সংগঠন ক্ষতিগ্রস্থ হবে এবং হয়েছেও। আমাদের আরো মনে রাখতে হবে আমরা কোন ব্যক্তির অনুসারী নই; আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা অনুসারী।
চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজে
চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সভাপতি কলিম সরওয়ার, প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ ও তপন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।