পঞ্চগড়ে ‘ নদী পাথর প্রেম’ উপন্যাসের পাঠ উন্মোচন
পঞ্চগড়ে ‘ নদী পাথর প্রেম’ উপন্যাসের পাঠ উন্মোচন

অনলাইন ডেস্কঃ

কবি, গীতিকার আনোয়ারুল ইসলামের প্রথম উপন্যাস ‘ নদী পাথর প্রেম’র পাঠ উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল পঞ্চগড়ে। বৃহস্পতিবার রাতে নজরুল পাঠাগার নিজস্ব মিলয়নায়তনে এই উন্মোচন পাঠের আয়োজন করে।

অনুষ্ঠানে লেখক তার বক্তব্যে বলেন, পঞ্চগড়ে বিভিন্ন নদ নদীতে পাথর উত্তোলন হয়। এক সময় সমতল এবং কৃষি জমি খনন করে পাথর উত্তোলন করা হতো।

পাথরের সাথে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িত। পাথর সংশ্লিষ্ট নানা কাহিনীকে উপজীব্য করে লেখা হয়েছে এই উপন্যাস।  

অনুষ্ঠানে পঞ্চগড়ের লেখক, কবি, সাংবাদিক এবং সুধিজনরা উপস্থিত ছিলেন।   

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক ও গবেষক শফিকুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আক্তারুজ্জামান, পঞ্চগড় সাহিত্য পরিষদের সভাপতি আরিফুল ইসলাম পল্লব , বোদা মহিলা কলেজের প্রভাষক নাসিমা হক মুন্নি, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, তরুণ সাংবাদিক লুৎফর রহমান,  নাট্যকার নির্দেশক সরকার হায়দার, কবি আবু তাহের  প্রমুখ।

বক্তারা লেখক ও  উপন্যাসটির সফলতা কামনা করেন