অনলাইন ডেস্কঃ
ইউটিউব ভিডিও শেয়ারের নতুন ফিচার আনছে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘ইউআরএল’ কপি না করে ইউটিউব থেকে ভিডিও শেয়ার করতে পারবেন। এতে ইউআরএল-এর বদলে ব্যবহারকারীর কাছে যাবে ইউটিউব স্টিকারসহ একটি ভিডিও থাম্বনেইল।
ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট জানায়, আইওএস ও অ্যান্ড্রয়েডের স্ন্যাপচ্যাট ব্যবহারকারী পছন্দের ইউটিউব ভিডিও স্ন্যাপচ্যাট ক্যামেরার মাধ্যমে সরাসরি শেয়ার করতে পারবেন।
ফলে বিরক্তিকর কপি-পেস্টিংয়ের প্রয়োজন হবে না। আর স্ন্যাপচ্যাটে ওই ইউটিউব স্টিকারে ট্যাপ করলে ইউটিউব অ্যাপ বা ব্রাউজারে চালু হয়ে যাবে ভিডিওটি।