অনলাইন ডেস্কঃ
বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে দিনাজপুরে শিশু-কিশোরদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসন দিনাজপুর এবং বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর শাখার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ে শিশু-কিশোরদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত শিশু-কিশোরদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা গুলোর মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ সকল প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলমএর সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিযোগিতাগুলো সফলভাবে সম্পন্ন করা হয়।