অনলাইন ডেস্কঃ
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই কৃষক হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।
গ্রামবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গ্রামের সামনের মাঠে (ধান শুকানোর খলা) হাওরে ধান ঢাকতে গেলে ওখানেই বজ্রপাতের কবলে পড়েন। সেখানে তাদের মৃত্যু হয়। বজ্রপাতে মৃত্যুতে ধীতপুর গ্রাম ও আশেপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে আসে।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
শুক্রবার রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে বলে জানান তিনি।