বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা আর নেই - আজ সকাল ১১টায় জানাজা
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ গোলাম মুস্তফা

ইউছুফ আলী লিটন । ।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ গোলাম মুস্তফা আর নেই  ।

তিনি গতকাল রাত ৯:৪৫ টায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহহি ওয়াইন্না ইল্লাহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর । তিনি এক ছেলে এক মেয়ে, রেখে যান।

তাহার নামাজে জানাজা আজ (০৮ জানুয়ারী'১৯ইং ) সকাল ১১ঃ০০টায় , ফৌজদারহাট কে এম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে ।

তাহার মৃত্যুতে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত এমপি সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন , সীতাকুন্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন ছাবেরী ,সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী মিঠু , সাধারন সম্পাদক জামসেদ উদ্দীন , সীতাকুন্ড অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ নুরুল কবির দুলাল , সাধারন সম্পাদক এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ ও আন্যান্য নেত্রীবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।