অনলাইন ডেস্কঃ
হবিগঞ্জে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ অভিযান। বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে এই ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক থুয়াই প্রু মার্মা ও হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ জানায়, হবিগঞ্জ জেলায় এবার সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় ১৩ হাজার ৬০৬ মেট্রিক টন চাল ও ১৬ হাজার ২০৬ টন বোরো ধান সংগ্রহ করা হবে।
চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা কেজি এবং প্রতিকেজি ধানের মূল্য ২৭ টাকা। লটারির মাধ্যমে কৃষক বাচাই করা হয়েছে।