চট্টগ্রামের সীতাকুণ্ডে ইভটিজিং ও মাদক প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্সের ঘোষনা দিয়েছে। মঙ্গলবার রাতে(৫ফেব্রুয়ারী)পুলিশ সেবা সাপ্তাহ ২০১৯ এর দ্বিতীয় দিনে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)দেলোয়ার হোসেন এ ঘোষনা দেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, পুলিশ জনগরের শত্রু নয় জনগনের বন্ধু, পুলিশ সব সময় জনগনের পাশে থাকতে চায়। পুলিশ সেবা সপ্তাহর মাধ্যমে আমরা জনগনের সাথে নিয়ে কাজ করতে চাই। সীতাকুণ্ডে আইন শৃংখলা শান্তিপূর্ণ রাখতে এবং সীতাকুণ্ডের উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। এ সময় প্রশাসনের কার্যক্রম পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
‘পুলিশ সেবা সপ্তাহ ২০১৯’ উপলক্ষে সীতাকুণ্ড মডেল থানার উদ্দ্যেগে থানার মাঠ প্রাঙ্গনে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে ব্যবসায়ি, সাংবাদিক, জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্টানটি পরিচালনা করেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক(ওসি অপারেশন) মো.জাব্বারুল ইসলাম।