সীতাকুণ্ডে মাদক - ইভটিজিং প্রতিরোধে পুলিশের জিরো টলারেন্স ঘোষনা
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন

চট্টগ্রামের  সীতাকুণ্ডে ইভটিজিং ও মাদক প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্সের ঘোষনা দিয়েছে। মঙ্গলবার রাতে(৫ফেব্রুয়ারী)পুলিশ সেবা সাপ্তাহ ২০১৯ এর দ্বিতীয় দিনে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)দেলোয়ার হোসেন এ ঘোষনা দেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, পুলিশ জনগরের শত্রু নয় জনগনের বন্ধু, পুলিশ সব সময় জনগনের পাশে থাকতে চায়। পুলিশ সেবা সপ্তাহর মাধ্যমে আমরা জনগনের সাথে নিয়ে কাজ করতে চাই। সীতাকুণ্ডে আইন শৃংখলা শান্তিপূর্ণ রাখতে এবং সীতাকুণ্ডের উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। এ সময় প্রশাসনের কার্যক্রম পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।  
‘পুলিশ সেবা সপ্তাহ ২০১৯’ উপলক্ষে সীতাকুণ্ড মডেল থানার উদ্দ্যেগে থানার মাঠ প্রাঙ্গনে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে ব্যবসায়ি, সাংবাদিক, জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্টানটি পরিচালনা করেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক(ওসি অপারেশন) মো.জাব্বারুল ইসলাম।
এ সময়ে সংক্ষিপ্ত পরিসরে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার  হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ি মাষ্টার আবুল কাশেম, বক্তব্য রাখেন সীতাকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সমিতির সভাপতি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামি ।  
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামশেদ উদ্দিন, সীতাকুন্ড অনলাইন প্রেসক্লাব সভাপতি নুরুল কবির দুলাল ,সাধারণ সম্পাদক শেখ খালেদ মেজবাহ উদ্দীন , সাংবাদিক ইকবাল হোসেন রুবেল , ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেয়ারম্যান  সালাউদ্দিন, চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, চেয়ারম্যান মনির আহম্মদ, সীতাকু- উপজেলা ছাএলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুখ, পৌর ছাএলীগের সভাপতি ইব্রাহীম হোসেন বাবুল প্রমূখ।