কেরানীগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

অনলাইন ডেস্কঃ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা শিল্প পার্ক এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।  

তরুণের নাম সজীব সরকার (১৮)। তিনি রংপুরের হারাগাছ থানার মায়াবাজার এলাকার রাজু মিয়ার ছেলে।

তিনি পরিবার-পরিজনের সঙ্গে নতুন সোনাকান্দা এলাকার আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া সংবাদমাধ্যমকে বলেন, খেলার সময় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। লাশে বজ্রপাতে মৃত্যু হওয়ার আলামত মিলেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।