খুলনায় ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল গ্রেফতার
প্রতীকী ছবি

অনলাইন ডেস্কঃ

খুলনার খানজাহান আলী থানার বাজার এলাকায় এক যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের অভিযোগে স্বদেশ বালা নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে খানজাহান আলী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। স্বদেশ বালা আড়ংঘাটা থানায় পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন।  

জানা যায়, স্বদেশ বালা নিজেকে অবিবাহিত দাবি করে যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে স্বদেশ বালা অস্বীকৃতি জানায় ও গত ১৫ জুলাই খানজাহান আলী থানা থেকে আড়ংঘাটা থানায় বদলী হয়। এদিকে শুক্রবার খানজাহান আলী থানায় ওই যুবতী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক রেজোয়ানুল ইসলাম জানান, মামলা দায়েরের পর তাৎক্ষনিক স্বদেশ বালাকে গ্রেফতার করা হয়েছে।