চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের কমিটি বিলুপ্ত
-

সাদ্দাম হোসেনঃ গত ১৪ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সম্মলনের পর ২৫ শে এপ্রিল চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের মমতাজ উদ্দিন আহমেদকে সভাপতি এবং মোঃ শাহনেওয়াজ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটি অনুমোদন দেওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত কমিটি বাতিল করার জন্য সুপারিশ করেন।


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সুপারিশ ক্রমে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল  ২৩ জুন বৃহস্পতিবার বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত  করেন।

বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় তাঁতীলীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যথাশীঘ্রই নতুন কমিটি অনুমোদন দেওয়া হবে।