ঠিকমতো ঘুম হচ্ছে না জার্মানদের
প্রতীকী ছবি

অনলাইন ডেস্কঃ

ঢাকা-কলকাতার মতো কোলাহল, যানজট বা গুমোট গরমের সমস্যা নেই। তা সত্ত্বেও জার্মানির প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমে ব্যাঘাত ঘটছে।

দেশটির সংবাদ সংস্থা ডিপিএ-র উদ্যোগে এক জনমত সমীক্ষায় জার্মানির মানুষের ঘুমের প্রবণতার একটি চিত্র উঠে এসেছে। ইউগভ নামের সংস্থার প্রশ্নের উত্তরে প্রায় ১০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বলেছেন, তাদের একেবারেই ভালো ঘুম হয় না।

৩০ শতাংশ মানুষ স্বীকার করেছেন, যে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। ৪৫ শতাংশ ঘুমের ক্ষেত্রে কোনো সমস্যা অনুভব করেন না। আর ১৩ শতাংশ নিজেদের ঘুম নিয়ে খুবই সন্তুষ্ট। ৭ শতাংশ মানুষ ঘুমিয়ে পড়তে বা রাতে একটানা ঘুমাতে একেবারেই কোনো সমস্যার মুখে পড়েন না।

বাকিরা এ বিষয়ে কোনো তথ্য দেননি।

সমীক্ষা অনুযায়ী জার্মানিতে পুরুষরা নারীদের তুলনায় ভালো ঘুমান। ৬২ শতাংশ পুরুষ মোটামুটি বা ভালো ঘুমালেও নারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ এমন উত্তর দিয়েছেন। ৪০ শতাংশ নারীর প্রায়ই অথবা ঘনঘন ঘুমের সমস্যা হয়।

সূত্র : ডয়চে ভেলে, ডিপিএ।