নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন,পৃথিবীর ইতিহাসে এটা শুধু চার নেতা হত্যা ছিল না, সাথে গণতন্ত্র ও আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল। মরেনি সেই জাতীয় চার বীর, যারা নীতির সাথে বেঈমানি করেননি। তারা চির অমর। তিনি বলেন, সত্য বড়ই নির্মম। কারাগারে যারা নিষ্ঠুরভাবে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল, কারাগারেই তাদের ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। ৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরের আন্দরকিল্লার সংগঠন কার্যালয় প্রাঙ্গণে জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞে বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকান্ড ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এ হত্যাকান্ড বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছিল। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে দেশ ও দলের সফল নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা। নেতার আদর্শের সাথে বেঈমানি করেনি এই চার জাতীর বীর। বাঙালি জাতির ইতিহাসে জাতীয় চার নেতার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ৭৫-এর পর থেকে বঙ্গবন্ধুর নাম-নিশানা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, আইন সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ সভাপতি দিদারুল আলম, সদস্য সাদ্দাম হোসেন,আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, এড. নাছির উদ্দিন, সৈয়দ নুরুল আবছার, সুরেশ দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দীপিকা বড়ুয়া, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাবেক ছাত্র নেতা রাশেদুল আরেফিন জিসান, শেখ মো. মহিউদ্দিন প্রমুখ।