সাদ্দাম হোসেন
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আমির আহমদ চশমা প্রতীক নিয়ে ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় ডাঙ্গারচর ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শরীফ মিয়াজি নেতৃত্বে গত শুক্রবার সন্ধ্যায় এই শুভেচ্ছা জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন, শ্রীপ্রা দে মহিলা ইউপি সদস্য ডাঙ্গারচর ২ নং ওয়ার্ড। মোঃ আজম- সাবেক ইউপি সদস্য ডাঙ্গারচর ০২ নং ওয়ার্ড। সৈকত -ছাত্রনেতা জুলধা ইউনিয়ন,রতন,উৎফল,ইমরান এমদাদ সহ প্রমুখ।