সাদ্দাম হোসেন
উত্তর বন্দর নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত সাবেক সাংসদ (মরহুম এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী) স্মৃতিস্বরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১নং বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। ফাইনাল খেলার উদ্বোধন করেন, সাবেক সাংসদের সুযোগ্য পুত্র ইন্জিনিয়ার মেহেদী হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১নং বৈরাগ ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিন মিয়া,১নং বৈরাগ ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার ফরহাদ খান,১নং বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বুলু,আওয়ামীলীগ নেতা ও কাফকো কর্মকর্তা মিজানুর রহমান, যুবলীগ নেতা ও ব্যাংকার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন চৌধুরী, ১নং বৈরাগ ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড মহিলা মেম্বার রুমি আক্তার,ব্যবসায়ী মামুন খান,স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ সহ ক্রিড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ইন্জিনিয়ার মেহেদী হোসেন চৌধুরী বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। বাবা মরহুম এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরীর প্রতি মানুষের এই ভালোবাসায় আমি বিমোহিত। আমরা আগামীতে আবারও ইনশাআল্লাহ আরও বৃহত্তর পরিসরে এ খেলার আয়োজন করবো।