ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব নির্বাচিত সভাপতি আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন
-

জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার চট্টগ্রাম বিভাগের সভাপতি হিসেবে  মো. আবদুল আজিজ,সাধারণ সম্পাদক হিসেবে সাদ্দাম হোসেন দায়িত্ব পাওয়ায় এডভোকেট এহচানুল হক এর নেতৃত্বে ১৭ নভেম্বর এনেক্স ভবন-২ কোট হিল চট্টগ্রাম এই শুভেচ্ছা জানান তারা।

এই সময় উপস্থিত ছিলেন, এডভোকেট নুরুল আবছার গাজী,এডভোকেট মিন্টু কুমার নাথ,এডভোকেট মোহাম্মদ শাহাজাহান, এডভোকেট হারুন, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট নাছির উদ্দীন, এডভোকেট খুতুব উদ্দিন, এডভোকেট সনজিত কুমার, হাই কোর্টের এডভোকেট হোসেনে আরা বেগম, শিক্ষানবীশ আইনজীবী সুজন বরুয়া, নাবিল, এসকে নাথ বিজয়, মাহাবুব আলম সহ প্রমুখ।