মেসি ম্যাজিকে জব্দ হবে নেদারল্যান্ডস?
-

অনলাইন ডেস্কঃ

আজই সেমিফাইনালের টিকেট নিশ্চিত করতে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে মেসিদের পরিসংখ্যান অস্বস্তিকরই।  

এবার ডাচ বাধা উতরাতে লিওনেল মেসিই আর্জেন্টাইনদের মূল ভরসা।

লুসাইল স্টেডিয়ামে রাত ১ টায় শুরু হবে খেলা।

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা আশানুরূপ না হলেও সামলে নিয়ে নিজেদের আসল চেহারা দেখিয়েছে আলবিসেলেস্তেরা। সৌদি আরবের কাছে হতাশার হারের পর আশার আলো জ্বেলেছেন মেসি নিজেই।

বিশ্বকাপে ৮ বার কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

যার মধ্যে ৫ বার শেষ চারে উত্তীর্ণ হয় আকাশি-সাদার দল। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী লিওনেল মেসির দল।  

সৌদি আরবের বিপক্ষে হারের পর লিওনেল স্কালোনির দলের রসায়ন নিয়ে কিছুটা প্রশ্ন জেগেছিল। খেলোয়াড়রা সৌদি আরবকে হালকাভাবে নিয়েছেন কিনা সেই ব্যাপারেও কথা শোনা যাচ্ছিল।

কিন্তু পরের দুই ম্যাচে নিজেদের আসল রূপে ফেরে আলবিসেলেস্তেরা। বিশেষ করে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের ছন্দময় ফুটবল দেখায় আর্জেন্টিনা।   অস্ট্রেলিয়ার বিপক্ষেও শেষের কিছু সময় ব্যতিত বেশ চোখ জুড়ানো ফুটবলই দেখা গেছে মেসিদের পা থেকে।   

লিওনেল মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের যে কিছু করার থাকে না সেটি প্রমাণিত, তাই তার পায়ের দিকেই আজ তাকিয়ে থাকবেন স্কালোনি এবং আর্জেন্টিনার ভক্তরা।  

এখন পর্যন্ত ৬ বার বিশ্বকাপের শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস।

যার মধ্যে ৫ বারই শেষ চারে পৌঁছায় টোটাল ফুটবলের জনকরা। ডাচদের বড় শক্তির জায়গা তাদের রক্ষণভাগ। লিভারপুল ডিফেন্ডার এবং দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক অনেকের মতেই বিশ্বসেরা ডিফেন্ডার। এছাড়াও আছেন ম্যাথিস ডি লিট, নাথান একের মতো ডিফেন্ডাররা। গ্রুপ পর্বে মাত্র একটি গোলই হজম করেছে লুই ফন হালের দল।

শেষ ষোলোতেও যুক্তরাষ্ট্রের আক্রমণ বেশ ভালোই সামলেছে তাদের রক্ষণভাগ। ডাচ দেয়াল ভাঙ্গতে লিওনেল মেসিদের বেশ বেগই পেতে হবে।

সূত্রঃবিডি প্রতিদিন।