অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মূর্ত প্রতীক। তিনি মানবিক একজন মানুষ। তিনি মানবিক বলেই সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখনো নিজ ঘরে থাকছেন। এমন দাবি চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের।
শনিবার রাতে উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার মোর্শেদ কচির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এরশাদ মামুন, কাউন্সিলর জহুরুল আলম জসিমের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলম। বক্তব্য দেন রফিকুল ইসলাম টিটু, শামীম আহমেদ সুমন, গোলাম মোস্তফা বাচ্চু, ওয়ালী মাহমুদ, ইলিয়াস খান, মুজিবুর রহমান শরীফ প্রমুখ।
নাছির আরো বলেন, খালেদা জিয়ার শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিতে সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রীর প্রতি কি করেছিলেন?