সাদ্দাম হোসেন
বাংলাদেশ এফ জি কল্যাণ সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক ২০২৩-২০২৫ নির্বাচন শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
গত শনিবার চট্টগ্রাম বন পাহাড়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট গণনা শেষে রাত ৮টায় বিজয়দের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। সহ-সভাপতি-১ মো. আমিরুল ইসলাম, সহ-সভাপতি-২ মো. আমির হোসেন।
সহ-সাধারণ সম্পাদক-১ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক-২ দিদারুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মিছবাউল ইসলাম, কোষাধ্যক্ষ লতিফুর রহমান,দপ্তর সম্পাদক শফিউল করিম মজুমদার, প্রচার সম্পাদক এস এম মাসুদ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুব ফেরদৌস, হিসাব নিরীক্ষক ফায়জুল হক, কার্যকরী সদস্য, হাবিবুর রহমান শামিম, মিজানুর রহমান, আলমগীর কবীর চৌধুরী, খন্দকার মাহফুজ আলী, গিয়াস উদ্দিন চৌধুরী।
এফজি কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক-১ জাহাঙ্গীর আলম জানান,ভোট সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। শুরু থেকেই নির্বাচন কমিশনার প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল। তারা নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন। আমি তাদের সার্বিক পদক্ষেপে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এফজি কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার থেকে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
এফজি কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে,সেইজন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। এবং ভোটারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করতেছি। আমি নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।