আওয়ামী লীগের নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন যারা
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়

অনলাইন ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী হয়েছেন শেখ হাসিনা। আর টানা তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।

এ ছাড়া আওয়ামী লীগের নতুন কমিটির ঘোষণাও দেন তিনি। সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন বেগম মতিয়া চৌধুরী এমপি শেখ ফজলুল করিম সেলিম এমপি কাজী জাফর উল্লাহ ইঞ্জি. মোশারফ হোসেন এমপি শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন শাজাহান খান এমপি জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম অ্যাড. কামরুল ইসলাম এমপি সিমিন হোসেন রিমি

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ডা. দীপু মণি এমপি ড. হাছান মাহমুদ এমপি আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।  

কোষাধ্যক্ষ এইচ. এন. আশিকুর রহমান এমপি।

সম্পাদকমণ্ডলী অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।

আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি যুব ও ক্রীড়া সম্পাদক খালি শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক খালি সংস্কৃতিবিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল এমপি স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বি. এম মোজাম্মেল হক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এস. এম কামাল হোসেন মির্জা আজম এমপি অ্যাডভোকেট আফজাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল সুজিত রায় নন্দী উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খালি।

সদস্যবৃন্দ সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচন হবে।