অনলাইন ডেস্কঃ
আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর-কামারখন্দ উপজেলায় মাতৃমৃত্যু হার জিরো পার্সেন্টে আনতে হবে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্থানান্তরিত ভবন উদ্বোধনের সময় প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবীবে মিল্লাত মুন্না এমপি এ কথা বলেন।
সিরাজগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. জহুরুল হক রাজা, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম, বিএমএ’র সাধারণ সম্পদক ডা. মো. আকরামুজ্জামান, স্বাচিপ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. ওয়ালিউল ইসলাম তালুকদার, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মোফাফখর আহম্মেদ প্রমুখ। (সূত্র ঃবিডি প্রতিদিন)
।