সাদ্দাম হোসেন
আগামীকাল শুক্রবার বিকেল ৩ টায় বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জিয়ারত,দোয়া ও মোনাজাত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মো.জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক শফিউল হক শফি। আগামীকাল বিকেল ২ টায় বন্দর বধ্যভূমি থেকে সবাই এক সাথে হাইলধরের উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যা ৭ টায় মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জ্বামান চৌধুরী জাবেদ এম পি কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতা-কর্মীদের বিকেল ২ টার মধ্যে বন্দর বধ্যভূমিতে যাদের মোটর সাইকেল আছে তাদের কে মোটর সাইকেল সহ আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন,নব নির্বাচিত সভাপতি মো.জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক শফিউল হক শফি।
আখতারুজ্জামান চৌধুরী বাবু’র জন্ম চট্টগ্রামের আনোয়ারা’র হাইলধরের জমিদার পরিবারে হলেও আজীবন তিনি গরীব দুখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নোয়নে কাজ করে গেছেন। তিনি ১৯৭০, ১৯৮৬, ১৯৯১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, শিল্প ও বাণিজ্য সম্পাদক ও ২০১১ সালে প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন। তিনি দীর্ঘকাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতৃত্বে ছিলেন।
আখতারুজ্জামান চৌধুরী বাবু দু’বার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি,এফবিসিসিআই’র প্রেসিডেন্ট এবং প্রশাসক ও আইসিভুক্ত দেশসমূহের চেম্বার প্রেসিডেন্ট ও ১৯৮৯ সালে ৭৭ জাতি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ জাতীয় সংসদের পাট ও বস্ত্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রামের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি কারারুদ্ধও হন। সাধারণ মানুষের কাছে আখতারুজ্জামান চৌধুরী বাবু একজন দানবীর হিসেবে খ্যাত ছিলেন।