চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নোমান আল মাহমুদকে আওয়ামী লীগের মনোনয়ন
নোমান আল মাহমুদ। ফাইল ছবি

অনলাইন ডেস্ক 

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদ।

আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সম্মতিক্রমে তাকে চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।