সাদ্দাম হোসেন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ মার্চ ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘোষিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল হক শফি,সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ দস্তগীর।
দায়িত্ব প্রাপ্ত বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল হক শফি ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ দস্তগীর বলেন, কমিটি পেয়ে আমরা খুবই আনন্দিত। এ জন্য আমরা আমাদের অভিবাবক বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদাই কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, আগামী এক মাসের মধ্যে বৈরাগ ইউনিয়নে সভাপতি -সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং ঘোষিত কমিটি আগামী ৩ বছর মেয়াদ কাল দায়িত্ব পালন করবেন।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, বৈরাগ ইউনিয়নের কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আশা রাখি নতুন কমিটি সংগঠনকে শক্তিশালী করবে।
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগসহ দলের সমর্থকরা তাদেরকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব প্রাপ্তদেরকে সামনে এগিয়ে গিয়ে দলকে শক্তিশালী করতে আহবান জানান।