সাদ্দাম হোসেন
শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ট্যাবলেট সেবনের মধ্য দিয়ে কর্ণফুলীতে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
গত রোববার (১৯শে মার্চ) সকাল ১০টায় কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন,কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম নাওশেদ রিয়াদ। এই সময় তিনি বলেন,সপ্তাহব্যাপী এই কার্যক্রমে উপজেলার সকল সরকারি ও বেসরকারি স্কুল মাদ্রাসা কিন্ডারগার্টেন মক্তব এতিমখানা ও সম পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১৬ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের এক ডোজ ক্রিমিনাশক (মেবেনডাজল ৫০০ মিলিগ্রাম) খাওয়ানো হবে। এছাড়াও বিদ্যালয় বহির্ভূত ঝরে পড়া পথশিশু শ্রমজীবি শিশু ও বেদে পরিবারের শিশুদের অন্তর্ভুক্ত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঔষধ সেবন কর্নার চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ হতে সপ্তাহব্যাপী এ জাতীয় কার্যক্রমে সকল স্তরের জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
এসময় কৃমিনাশক ট্যাবলেট সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কিত আরো বক্তব্য রাখেন,রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার মিজানুর রহমান, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মো.শাহাদাত হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, ছাত্র- উপস্থিত ছিলেন। পরে,বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।