বড়উঠান সাতঘরপাড়া কর্তৃক আয়োজিত ৪র্থ বারের মতো নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।
-

সাদ্দাম হোসেন 

বড়উঠান সাতঘরপাড়া কর্তৃক আয়োজিত ৪র্থ বারের মতো নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাজ্জাদ খাঁন মিটু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।

ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সাজ্জাদ খাঁন সুমন,সঞ্চালনায় করেন, মো.মুমিনুল ইসলাম।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি  আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম উল্লাহ খাঁন, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবদুল মন্নান খাঁন,কর্ণফুলী উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ খাঁন, আওয়ামীলীগ নেতা হারুন সওদাগার,সৈয়দ আনোয়ার জুয়েল,যুবলীগ নেতা আজগর আলী,আইয়ুব খাঁন,কর্ণফুলী উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো.ওয়াহিদ,সাতঘরপাড়া বয়েজ সোসাইটির টিমমেনেজ্যার মোর্শেদ, মো.নুরুদ্দীন,মো.ইমদাদুল হক, নাজিম উদ্দীন, সোহেল,খাঁন,মো.শাকিল, মো.শাকিবসহ প্রমুখ ।

খেলায় এফটি সাউথ সিটি ফুটবল একাদশ ২-০ গোলে মাহাথি সর্দার পাড়া জুনিয়র কিংস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট এর সেরা গোলদাতা মাষ্টার শাহ ফুটবল একাদশ এবং আবু ছিদ্দিক সেরা খেলোয়াড় মাহাথি সর্দার পাড়ার,জিহাদ সেরা গোল কিপার এফটি সাউথ সিটির আকতার মনির।