কর্ণফুলীতে এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব ইয়াকুব
-

সাদ্দাম হোসেন

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম নুরুল আলম ফাউন্ডেশন উদ্যোগে আলহাজ্ব ইয়াকুব সাহেবের পরিবারের পক্ষ থেকে হত দরিদ্র ও বিভিন্ন শ্রেণি-পেশার এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপহারের প্রতিটি প্যাকেটে  চাল, ছোলা,সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ,সেমাই, চিড়া,আলু, মসরডাল, ছোলার ডাল সহ ১০ ধরনের পণ্য রয়েছে।

গত মঙ্গলবার দিনব্যাপী বড়উঠান ইউনিয়নের  বিভিন্ন ওয়ার্ডে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন জনতা এন্টারপ্রাইজ এর পরিচালক আলহাজ্ব ইয়াকুব সাহেব ও বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিম উদ্দিন সাগর।

বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন বলেন, বিগত সময়ে করোনা মহামারিতেও নানা দুর্যোগে আলহাজ্ব ইয়াকুব সাহেব ও আজিম উদ্দিন সাগর সাধারণ ও নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ বড়উঠান ইউনিয়নে এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবদুল মান্নান খাঁন বলেন,পবিত্র রমজান মাস ছাড়াও অন্যান্য দিনে কর্মহীন,গরিব ও অসহায় মানুষকে খাদ্যসামগ্রী, বস্ত্র ও টাকা দিয়ে সহায়তা দিয়ে আসছে আলহাজ্ব ইয়াকুব সাহেব ও আজিম উদ্দিন সাগর।

এ সময় আলহাজ্ব ইয়াকুব সাহেব বলেন, পবিত্র মাহে রমজানে যাতে সুবিধা বঞ্চিত মানুষের ইফতারে যাতে কষ্ট না হয় আমাদের পক্ষ থেকে তাদের জন্য এ ক্ষুদ্র উপহার। মানুষ মানুষের জন্য,পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে সমাজের বিত্তবানদের দাড়ানোর আহবান জানাচ্ছি এবং আমাদের সামাজিক কার্যক্রমের একামাত্র উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে খুশি করোনো।

রমজান শুরুর আগেই ইফতার সামগ্রী পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো। তারা এ সহযোগিতার জন্য আলহাজ্ব ইয়াকুব সাহেবের পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,এমদাদ মেম্বার, কর্ণফুলী উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক, সাইফুদ্দীন, যু্বলীগ নেতা পারভেজ ইসলাম টিটু, মোহাম্মদ টিপু, কামরুল ইসলাম (টিপু),অনন্ত দাশ, ইমরান, মো.জাহেদ, নাঈম, মো.মোক্তার সহ প্রমুখ ।