জাহাঙ্গীর আলম রেজবী,কর্ণফুলী প্রতিনিধি:
বাঙালী জাতির হাজার বছরের ঐতিহ্য ধারাবাহিকতায় বাংলা নববর্ষ ১৪৩০, বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় মঙ্গল শোভাযাত্রা, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৪ এপ্রিল) শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের প্রঙ্গণে মঙ্গল শোভাযাত্রা, উপজেলা পরিষদের অফিসার ক্লাবে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমদ। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আমাতুল্লাহ আরজু সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীস সম্পদ কর্মকর্তা রুম্মান তালুকদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, এজে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ, কর্ণফুলী থানার উপ পরিদর্শক বেলায়েত হোসেন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকারা। জাতীয় কবি কাজী নজরুলের 'কালবৈশাখী' কবিতা আবৃতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একক গান পরিবেশন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুম্মান তালুকদার।
উপজেলা সকল স্তরের জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, "পহেলা বৈশাখ বাঙ্গলির অস্তিত্ব। অসাম্প্রদায়িক চেতনার সকল ধর্ম, বর্ণের মানুষের প্রাণের উৎসব। এই উৎসব সব ভেদাভেদ দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। "