অনলাইন ডেস্কঃ
নানা আয়োজনে চট্টগ্রামে শ্রমিকের অধিকার আদায়ের দিন ‘মে দিবস’ পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। দিনটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকদের সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। নগরীর পৃথক পৃথক স্থানে ১ মে’র বিভিন্ন সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকাল ১১টায় র্যালী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টায় মে দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালীটি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু করে জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লাহ’র বিভিন্ন সড়ক পদক্ষিণ করবে। এরপর ইউনিয়ন কার্যালয়ে মে দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন।
দিনটি উপলক্ষে নগরীর চেরাগি পাহাড় চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক গণসংগঠনের সম্মিলিত মোর্চা ‘মে দিবস উদযাপন পরিষদ’।
সোমবার বিকেল তিনটায় অনুষ্ঠেয় এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন পরিষদের আহŸায়ক ডা. চন্দন দাশ। এতে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক নেতা নূরুচ্ছাফা ভূঁইয়া এবং চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধুরী বক্তব্য রাখবেন। পরে মোর্চাভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে আবৃত্তি, গণসঙ্গীত, নৃত্য, নাটকসহ একক ও দলীয় পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠন মে দিবসে নানা কর্মসূচি পালন করবে।