অনলাইন ডেস্কঃ
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২১৬টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৬০৭ জন পরীক্ষার্থী।
চট্টগ্রামে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৪৮৬ জন। প্রথম দিনে অংশ নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী।
অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলা ও মহানগরের ১ হাজার ৭৯ জন, কক্সবাজারের ২৮২ জন, রাঙামাটির ৭১ জন, খাগড়াছড়ির ১০৮ জন ও বান্দরবানে ৬৭ জন পরীক্ষার্থী।
শতকরা হিসাবে প্রায় ১.১৪ % পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, এবারের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিল ১ হাজার ৬০৭ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষাবোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।