অনলাইন ডেস্কঃ
সময়টা সব মিলিয়ে ভালোই যাচ্ছে নায়ক চিত্রনায়ক আদর আজাদের। ঈদের সিনেমা ‘লোকাল’ দিয়ে নজর কাড়েন তিনি। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দর্শক টেনেছে। সিনেমার গানগুলোও মুগ্ধ করেছে শ্রোতাদের। এর ভিড়ে ১০ মে ছিল আদর আজাদের জন্মদিন। জীবনের বিশেষ এ দিনের প্রথম প্রহরেই পেলেন সুখবর। নতুন সিনেমা উপহার পেলেন নায়ক।
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার নাম ‘লিপস্টিক’। এ সিনেমার চমক, আদরের নায়িকা কলকাতার দর্শনা বণিক।
আদর সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু দিতে পারব এ সিনেমা দিয়ে।
আগামী জুলাইয়ে শুটিং শুরু হতে যাওয়া ‘লিপস্টিক’ সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।