অনলাইন ডেস্কঃ
আগামীকাল শনিবার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৭৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কবি সুকান্ত ভট্টাচার্য্যের পৈত্রিক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে নির্মিত কবি সুকান্ত অডিটোরিয়াম চত্ত্বরে বিভিন্ন সংগঠন দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
ভারতে জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পিতৃ পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। কবি সুকান্তের পিতা নিবারণ ভট্টাচার্য্য কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা করতেন।
ব্যবসার সুবাদে কবির পরিবারকে কলকাতায়ই থাকতে হতো। বর্তমানে কবির পিতৃ ভিটায় কবির নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি নির্মাণ করা হয়েছে।
কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি আয়নাল হোসেন শেখ বলেন, প্রতি বছরই আমরা নানা আয়োজনের মধ্যে দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য্যরে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে থাকি। এ বছরও আমরা নানা আয়োজনের মধ্যে দিয়ে কবি সুকান্তের মৃত্যুবার্ষিকী পালন করবো।