সাদ্দাম হোসেন:
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। উন্নয়নের ধারা বজায় রাখতেও সরকারেকে অনেকটা বেগ পেতে হয়।
গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ৭ টায় চট্টগ্রাম কোর্ট হিলস্থ আইনজীবী সমিতির অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
অভিষেক অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ মিন্টু। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নর্বাচিত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান এবং সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বেলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী, চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বমো.রবিউল আলম, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এ.এস.এম. বদরুল আনোয়ার বক্তব্য রাখেন। অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদায়ী সভাপতি আবু মোহাম্মদ হাশেম, বিদায়ী সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন।
প্রধান অতিথি নির্বাচিত পরিষদকে পুস্পস্তবক দিয়ে অভিষিক্ত করেন এবং বিদায়ী পরিষদকে নব-নির্বাচিত পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথিকে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহ-সভাপতি আবদুল হক, অর্থ সম্পাদক মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ জাহেদ হোসেন, জামশেদ আলম, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মনজুর আলম, সাজেদা বেগম (সাজু), ইসরাত জাহান মুকুল, মিনহাজ উদ্দিন, রানা মিত্র, আবিদা সুলতানা (শারমিন), ফারজানা হাকিম চৌধুরীসহ বিদায়ী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ চট্টগ্রামের আদালত সমূহের বিচারকবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অভিষেক অনুষ্ঠান শেষে দেশের খ্যাতনামা সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নৈশভোজে আপ্যায়িত করা হয়।