অনলাইন ডেস্কঃ
'সি' ইউনিটের (বিজ্ঞান শাখা) মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে কোটাসহ ৭৫ হাজার ৮৫০ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। সোমবার (২৯ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ১০টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে- চার শিফটে দিনব্যাপী এই পরীক্ষা চলবে।
সকাল ৯টা-১০টা, বেলা ১১টা-১২টা, দুপুর ১টা-২টা ও সাড়ে ৩টা-সাড়ে ৪টা পর্যন্ত শিফটগুলো বিভক্ত করা হয়েছে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নত্তোরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ণ করা হবে। প্রতি ৪টি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে। নূন্যতম পাশ নম্বর ৪০।
তিন ইউনিটে গড় আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি।
এদিকে, সকাল সাড়ে ৯টায় স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সমানে সংবাদ সম্মেলনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পরীক্ষায় কোন রকম জালিয়াতির সুযোগ নেই।
এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান এবং সকলের সহযোগিতায় সার্বিক কার্যক্রম সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিভাগীয় পর্যায়ে পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই বিশ্ববিদ্যালয় সতন্ত্র নীতিমালা (৭৩-এর এক্ট) অনুযায়ী চলে। সেক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। তাছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়ার আলোচনা চলছে। তাই সার্বিক দিক বিবেচনা করে পরবর্তী এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমূখ।