চট্টগ্রামে বিআরটিতে ঝামেলা ছাড়াই স্ক্রাপকরণ শেষ রিপ্লেসমেন্ট সিএনজি দেওয়ার দাবি।
-

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে নিবন্ধিত ১৩ হাজার অটোরিকশা স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়েছে,স্ক্র্যাপকরণ করা ১৫১টি
সিএনজি অটোরিক্সা দ্রুত সময়ের মধ্যে রিপলেস দেওয়ার দাবি জানিয়েছেন সিএনজির মালিকরা।

গত বৃহস্পতিবার (৮ জুন)সকালে বিআরটিএর সূত্রে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন। সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৩ মে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এতে বলা হয়েছে ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে তৈরিকৃত সিএনজি  অটোরিক্সার স্ক্র্যাপকরণ করা হবে। সিএনজি মালিকরা এসব মেয়াদোত্তীর্ণ সিএনজি স্ক্র্যাপকরণের জন্য বিআরটিএ’ কার্যালয়ে তালিকাভুক্ত করেন। গত ৪-৫ বছর ধরে এসব সিএনজি অটোরিক্সাগুলোর মালিকরা চিন্তিত ছিলেন। এসব সিএনজি স্ক্র্যাপকরণের কারণে এখন তারা রিপ্লেসমেন্ট নম্বর দিয়ে নতুন সিএনজি অটোরিকশা নিতে পারবেন,সিএনজি অটোরিকশার মালিকদের পরিবার এর নতুন আয়ের পথ উম্মুক্ত হয়েছে।

বিআরটিএর সূত্রে আরও জানা যায়,২০০১ সাল থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে মোট ২৬ হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধন দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসব সিএনজি অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ বা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ৯ বছর,পরে মালিক ও চালকদের দাবির মুখে তিন দফায় অটোরিকশাগুলোর মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করা হয়। যেকারণে পরিবেশগত ক্ষতির প্রভাবমুক্ত হতে মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম এ নিবন্ধিত ১৩ হাজার অটোরিকশার  স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়েছে।সিএনজি অটোরিক্সা স্ক্র্যাপকরণ করতে পেরে খুশি হয়েছেন ফয়সল মাহমুদ। তিনি বলেন,অনেকে আশঙ্কা করেছিলেন এসব সিএনজি অটোরিক্সা স্ক্র্যাপকরন করতে ঝামেলায় পড়তে হতে পারে। কিন্তু কোন ঝামেলা ছাড়াই সিএনজি অটোরিক্সা স্ক্র্যাপকরণ করা হয়,তবে দালালের ব্যাপারে বিআরটিএ এর কর্মকর্তারা কঠোর ভূমিকা নিয়ে এ দায়িত্ব পালন করেছেন। রিপ্লেসদ সিএনজি দেওয়ার দাবি জানিয়ে সাইফুল ইসলাম শুভ তিনি বলেন, দালাল ছাড়াই আমার দুটি সিএনজি অটোরিক্সা স্ক্র্যাপকরণ হয়েছে,এখন আমাদের দাবি ঔসব স্ক্র্যাপ সিএনজি যেন দ্রুত রিপ্লেসেমন্টে  দেওয়া হয় যাতে আমাদের আয়ের পথ উম্মুক্ত হয়।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব শফিউজ্জামান ভূঁইয়া তিনি সংবাদমাধ্যমকে বলেন,সরকারের দিকনির্দেশনা অনুযায়ী সিএনজি অটোরিক্সা স্ক্র্যাপকরণ করা হয়েছে। দালালমুক্ত ভাবে সিএনজি মালিকদের সেবা দিতে পেরে আমরা ও আনন্দিত  বলে জানিয়েছেন তিনি।