জাতীয় শোক দিবস উপলক্ষে রামপালে তাঁতী লীগের আলোচনা সভা
-

অনলাইন ডেস্কঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলা তাঁতী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামপাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতিরামপাল উপজেলা তাঁতী লীগের সভাপতি নাজমুল হাসান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় রামপাল উপজেলা আওয়ামী লীগ, তাঁতী লীগ  ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য বক্তব্য রাখেন।  

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।  পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়