সাদ্দাম হোসেন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উৎযাপন উপলক্ষে বড়উঠান সাতঘর পাড়ার মহল্লা বাসী উদ্দোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)মাহফিল আজ (শনিবার) শরাফত পেট্রোল পাম্পের সামনে সাতঘর পাড়া বালির মাঠে অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ভিপি আল আযহার বিশ্ববিদ্যালয় মিশর, খতিব গাউসুল আজম জামেহ মসজিদ শাহজান পুর ঢাকার,শায়খ সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হযরত ফারুক আজম রদ্বি: মডেল মাদ্রাসা প্রতিষ্টাতা ও পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এনামুলহক এনাম কাদেরী, সভাপতিত্ব করবেন, বড়উঠান ইলিয়াছ খান শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মৌলানা মুহাম্মদ আব্দুর রহমান আলকাদেরী, সঞ্চালনায় করবেন বড়উঠান ইলিয়াছ খান শাহী জামে মসজিদের ইমাম, হাফেজ মুহাম্মদ সৈয়দ আজাদ হোসেন,এতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদরা আলোচনায় অংশ নেবেন।
এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি বড়উঠান সাতঘর পাড়ার মহল্লা বাসী পক্ষ হতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
।