পটিয়া ক্রসিং হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
-

সাদ্দাম হোসেন 
সহকারী পুলিশ সুপার (এএসপি)হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম সার্কেল মো.নাসিম খান পিপিএম,প্রধান অতিথি বক্তব্য বলেন, নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আপনাদের সকলের মতামত নিয়ে আমরা কাজ করব।


আর মহাসড়কে কোন চাঁদাবাজী চলবে না এবং মহাসড়কে চুরি -ডাকাতি বন্ধ ও সড়ক দুর্ঘটনা, ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও মামলা প্রদান সহ কঠোর ভূমিকা পালন করতে হবে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। সড়কে চুরি ডাকাতি ও দুর্ঘটনা যেন আর না হয় -এ ব্যাপারে হাইওয়ে পুলিশের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম পটিয়া ক্রসিং হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে, কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কমিউনিটি পুলিশের সদস্য ও পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে হাইওয়ে থানা প্রঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

পটিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাংশু বিকাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউর রশিদ এজাজ।

পটিয়া হাইওয়ে থানার এএসআই মো. সোহেল রানার সঞ্চালনায় ওপেন হাউজ ডেতে বক্তব্য রাখেন, এস আই গিয়াস উদ্দিন,আবু বক্কর, নুর নবী, ফজলুল কাদের হিরু,মো.সোলাইমান,থানার সকল কর্মকর্তা কর্মচারী সহ পরিবহন মালিক, চালক-হেলপার জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।