নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আসন্ন নির্বাচন (২০২৪-২০২৬ মেয়াদ)-এ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরী চট্টগ্রাম জেলা ইউনিট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান পদের জন্য আজ ৯ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় রেড ক্রিসেন্ট সোসাইটির আন্দরকিল্লাস্থ কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন কমিশনের পক্ষে জনাব আবদুল কাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ মো. হাবিব উল্লাহ, মোহাম্মদ হোসেন, জাফর ইকবাল তালুকদার, আব্দুর শুক্কুর মেম্বার, সমীর পাল, এম. কাইছার উদ্দিন, শহীদ উল্লাহ, মো. হারুনুর রশিদ প্রমুখ।
।