অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই নতুন প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে জোটের দুই আসনও রয়েছে। অন্য ১১ আসনে বর্তমান এমপিরাই নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তবে আওয়ামী লীগের দুই এমপি বাদ পড়েছেন।
জানা গেছে, এবার ২১৮ জন মনোনয়ন ফরম নিয়েছিলেন। মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে ১৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।
এছাড়া চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জোটের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের আসনে আওয়ামী লীগের দুজনকে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন ফটিকছড়িতে খদিজাতুল আনোয়ার সনি ও হাটহাজারীতে এম এ সালাম।
যে ১১ জন বর্তমান এমপি পুনরায় মনোনয়ন পেয়েছেন তারা হলেন- চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৬ (রাউজান) এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম আবদুল লতিফ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী।
জোটের দুটি আসনের মধ্যে জাতীয় পাটি এবার এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়ায় হাটহাজারীতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। তবে ফটিকছড়ি আসন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কারণ এখানে ত্বরিকত ফেডারেশনের এমপি নজিবুল বশর ভাণ্ডারী ও বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী মনোনয়ন চাচ্ছেন। তাদের যে কোনো একজনকে মনোনয়ন দিলে সেক্ষেত্রে খদিজাতুল আনোয়ার সনি বাদ পড়ে যাবেন।