কর্নেলহাটে ফুট ওভারব্রীজ ব্যবহারে সচেতনতার লক্ষ্যে মিরেজ ফাউন্ডেশনের গণসচেতন মূলক র‍্যালী

নিউজ ডেস্ক । ।  

ফুট ওভারব্রীজ ব্যবহার করতে সবাইকে সচেতন করার লক্ষ্যে মিরাজ ফাউন্ডেশনের উদ্যোগে গণসচেতন মূলক র‍্যালী আজ সকাল ০৯ টা থেকে দুপুর ০১টা পর্যন্ত কর্নেলহাটস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অনুস্টিত হয় ।

"ফুট ওভারব্রীজ ব্যবহার করি, সুস্থ সচেতন নগর গড়ি"

দেশ আমাদের তাই রক্ষা করার দায়িত্ব ও আমাদের। - এই প্রত্যয়ে ফুট ওভারব্রীজ ব্যবহার করতে সবাইকে সচেতন করার লক্ষ্যে জনবহুল ঢাকা-চট্রগ্রামস্থ কর্নেলহাট সড়কে ফাউন্ডেশনের র‍্যালী / সমাবেশ আজ ১৮ এপ্লিল'২০১৯ ইং সকাল ০৯ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।

ফুট ওভারব্রীজ ব্যবহার করতে সবাইকে সচেতন করার লক্ষ্য নিয়ে জনবহুল কর্নেলহাট সড়কে(ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক) মাঠে নামে মিরেজ ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।

ফাউন্ডেশনের কর্মকর্তা আজনাঈন এনাম বলেন , নগরীর কর্নেলহাট বাজার সংলগ্ন এলাকায় ওভারব্রীজ থাকা সত্বেও স্কুল পড়ুয়া কোমলমতি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকলেই অসচেতন ভাবে রাস্তা পারাপার হচ্ছে। যার করুন পরিনতি হচ্ছে ছোট-খাট দূর্ঘটনাসহ মৃত্যু পর্যন্ত। মিরেজ ফাউন্ডেশনের একান্ত আহবান দেশের অনাকাঙ্ক্ষিত এসব দূর্ঘটনা এড়াতে সুস্থ সচেতন নাগরিক হিসেবে আপনি সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। তাই চলুন আমরা সকলে ওভারব্রীজ ব্যবহার করি এবং ট্রাফিক আইন মেনে চলি।

এ গণসচেতন মূলক র‍্যালীতে অংশ নেন রেজাউল ইসলাম রনি , নোবেল দাস , আজনাঈন এনাম , ধিমানশু শীল , সাদ্দাম হোসেন , এ কে পলাশ , মনির হোসেন , শায়ন ভৌমিক , ফারুখ আহম্মেদ বাবু, রাফি , আকবর , পারভেজ , নাঈম , কামরুল হাসান , রাকিব হোসেন , অপু , শুভ ,স্বরূপ সেন , কাওসার , আব্বাস উদ্দীন , মাঈনুদ্দীন , মেরাজ , মামুন , সাইফুল প্রমুখ ।