ফৌজদারহাট ফরেস্ট বিট কাম চেক পোষ্ট এর সফল অভিযান
-

 

 

 

কবির শাহ্ দুলাল ।   

ফৌজদারহাট বিট কাম চেকপোষ্টের অভিযান চলছেই।  

৪৮ ঘন্টার ব্যবধানে অবৈধ সেগুন গোল কাঠসহ আরো দুইটি কাভার্ডভ্যান আটক। ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের করমকর্তা কর্মচারিগণ ২৪/৪/২০১৯ তারিখ রাত ১-০০ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করিয়া অবৈধ সেগুন কাঠ বোঝাই  দুইটি কাভার্ড ঢাকা মেট্রো ন- ১৭-৫৯৫৮ ও ঢাকা মেট্রো ন-১৭-৭৯৬০ আটক করা হয়। মামলার দায়েরের প্রস্তুতি চলিতেছে।